<p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দ্রব্যমূলের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের দিশাহারা অবস্থা বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতারা। তাঁরা দ্রব্যমূল্য কমাতে সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, গ্রাম-শহরে রেশনব্যবস্থা চালু, বিদ্যুৎ-গ্যাসের দাম কমানো এবং ঢাকা ওয়াসার পানির মূল্যবৃদ্ধির চক্রান্ত রুখে দাঁড়ানোর আহবান জানিয়েছেন। গতকাল রাজধানীর সেগুনবাগিচা বাজার ও তোপখানা রোডে পথসভায় এ আহবান জানান তাঁরা। বাসদ শাহবাগ-পল্টন শাখার নেতা আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বত্তৃদ্ধতা করেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য জুলফিকার আলী, ঢাকা মহানগর শাখার সদস্য খালেকুজ্জামান লিপন, বাসদ কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য নিখিল দাস প্রমুখ।</span></span></span></span></span></span></span></p>