<p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="letter-spacing:-.3pt">নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের নেতা সাজিদ বিন আলমকে (২৯) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)। গত সোমবার রাতে রাজধানীর কোতোয়ালি থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ২০১৪ সালে রাজধানীর কলাবাগান থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাজিদ বিন আলম। গতকাল মঙ্গলবার বিকেলে র‌্যাব-২-এর সিনিয়র সহকারী পরিচালক শিহাব করিম জানান, সাজিদ বিন আলম হিযবুত তাহরীরের দাওয়াতি বিভাগের দায়িত্বশীল সদস্য। তাঁর নামে রাজধানীর কলাবাগান ও রমনা থানায় দুটি সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। কলাবাগান থানার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাজিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।</span></span></span></span></span></span></span></span></p>