ঢাকা, রবিবার ২০ জুলাই ২০২৫
৫ শ্রাবণ ১৪৩২, ২৪ মহররম ১৪৪৭

ঢাকা, রবিবার ২০ জুলাই ২০২৫
৫ শ্রাবণ ১৪৩২, ২৪ মহররম ১৪৪৭

টঙ্গীতে পৃথক সহিংসতায় আহত ১৭, আটক ৬

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
শেয়ার
টঙ্গীতে পৃথক সহিংসতায় আহত ১৭, আটক ৬

টঙ্গীতে পৃথক সহিংসতায় চার কলেজছাত্রসহ ১৭ জন আহত হয়েছে। এসব ঘটনায় পাল্টাপাল্টি মামলায় গ্রেপ্তার হয়েছে ছয়জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এবং আগের দিন সোমবার মধ্যরাতে এসব ঘটনা ঘটে।

আহতরা হলেন তেজগাঁও কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান নাফি (১৮), উত্তরা টাউন কলেজের প্রথম বর্ষের মশিউর রহমান সিজান (১৮), উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের আফরাজুর রহমান রিদম (১৮) ও মাদরাসাছাত্র আরাফাত হোসেন (১৮)। তাঁদের মধ্যে আরাফাতকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানায়, গত জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক মার্কার সমর্থকরা গতকাল মঙ্গলবার দুুপুর ২টার দিকে টঙ্গীর দত্তপাড়া এলাকায় নৌকা সমর্থকদের ওপর আক্রমণ করে চার কলেজছাত্রকে আহত করে। আহতদের টঙ্গী শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

টঙ্গী শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মেহেদী হাসান নাফি বলেন, আমি কলেজে যাওয়ার জন্য বাসা থেকে বের হই। রাস্তায় আমার বন্ধু রিদমকে মারতে দেখে কারণ জিজ্ঞেস করি। এ সময় স্থানীয় জয়নাল, রাব্বি ও ফাহাদ আমাকেও মারধর শুরু করে।

আমাদের সামলাতে এসে আরাফাত ও সিজানও আহত হয়। এরপর সন্ত্রাসীরা আমাদের চারজনকে জয়নালের বাসায় নিয়ে গিয়ে দরজা বন্ধ করে অমানসিক নির্যাতন করে।

সংবাদ পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জয়নাল, ফাহাদ ও রাব্বি নামের তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত)  জাহাঙ্গীর আলম কালের কণ্ঠকে বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনজনকে আটক করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

এদিকে সোমবার রাত সাড়ে ১১টায় টঙ্গী পশ্চিম থানার সাতাইশ রোড এলাকায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে নৌকা ও ঈগল প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় গতকাল সকালে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয়রা জানায়, নৌকা ও ঈগল প্রতীকের সমর্থকরা ঝুটের মাল নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়। আহতদের মধ্যে ঈগল প্রতীকের সমর্থক আটজন ও নৌকা প্রতীকের পাঁচজন রয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নৌকা প্রতীকের সমর্থক মো. কুদ্দুস বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানয় ১২ জনকে শনাক্ত ও ১২ জনকে অজ্ঞাতনামা উল্লেখ করে ২৪ জনের নামে একটি মামলা করেন। পুলিশ গতকাল মঙ্গলবার তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার তিনজন হলেন কাজী কামাল (৪৭), কাজী হুমায়ুন (৪৪) ও আসাদুজ্জামান জনি (৩৫)। তাঁরা সবাই টঙ্গীর সাতাইশ এলাকার বাসিন্দা এবং যুবলীগের কর্মী। ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লাহ বলেন, গেল ১৭ জানুয়ারি আমার এক ব্যক্তির নামে কারখানার ওয়ার্ক অর্ডার হয়েছে। গত রাতে কারখানা থেকে মাল বের করতে গেলে হাজি কামাল গং হামলা করে আমাদের পাঁচজনকে আহত করে। তাঁদের মধ্যে কুদ্দুস, আতিক, ইরান ও শাহিন হাসপাতালে ভর্তি।

ঈগল প্রতীকের সমর্থক রবিউল ইসলাম বলেন, কাজী কামাল ওই কারখানার নিকট জমি দেয়। সেই থেকে ব্যবসা করে আসছে। চলতি মাসের ৩ তারিখ কারখানা কর্তৃপক্ষ ওয়ার্ক অর্ডার দিয়েছে। গত রাতে কারখানা থেকে মালপত্র বের করতে গেলে কুদ্দুস সমর্থকরা হামলা করে আমাদের আটজনকে আহত করে। আমরা নৌকার নির্বাচন না করে গাজীপুর মহানগর যুবলীগের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামের ঈগল প্রতীকের নির্বাচন করেছি। তাই আমাদের থেকে ব্যবসা ছিনিয়ে নিতে হামলা ও গ্রেপ্তার চালানো হচ্ছে।

টঙ্গী পশ্চিম থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। থানায় মামলা হওয়ায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

বর্ষায়ও হাতিরঝিলের পানি দূষণ

শেয়ার
বর্ষায়ও হাতিরঝিলের পানি দূষণ
বর্ষায়ও হাতিরঝিলের পানি দূষণে কালো হয়ে গেছে। সেই পানি থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। সেই সঙ্গে বাড়ছে মশা। পাশ দিয়ে হেঁটে চলা দায়। গতকাল তোলা। ছবি : মঞ্জুরুল করিম
মন্তব্য

জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে আজ দেশব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে আজ দেশব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী

জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে আজ রবিবার দেশের গুরুত্বপূর্ণ স্থানে পিপল হু ফট ফর আসডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট : স্টোরি অব মুশতাক আহমদসহ জুলাইয়ের চলচ্চিত্র প্রদর্শন করা হবে। ঢাকায় মিরপুর-১০ ও বছিলায় শহীদদের স্মরণে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে এসব আয়োজন করা হবে। গতকাল শনিবার সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

তথ্য বিবরণীতে আরো বলা হয়েছে, আজ ২০ জুলাই গণহত্যা ও ছাত্র-জনতার প্রতিরোধ দিবস স্মরণে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিউজিক ভিডিও শেয়ার করা হবে, যার থিম মিউজিক হবে দেশটা তোমার বাপের নাকি। কর্মসূচি অনুযায়ী এদিন একটি শহিদ পরিবারের সাক্ষ্য ডকুমেন্টারির পার্ট-৬ প্রচার এবং একজন জুলাই যোদ্ধার স্মৃতিচারণার ভিডিও শেয়ার করা হবে। সব মন্ত্রণালয় ও বিভাগের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অনুষ্ঠানমালা প্রচার করা হবে। সব মোবাইল গ্রাহকের কাছে ভিডিওর ইউআরএল পাঠানো হবে।

আজ ঢাকায় মোহাম্মদপুরে উর্দুভাষী বাংলাদেশিদের নিয়ে কাওয়ালি সন্ধ্যার আয়োজন করা হবে।

মন্তব্য
আদিলুর রহমান খান

ঢাকা শহরে স্বল্প আয়ের মানুষের জন্য আবাসন নিশ্চিত করতে হবে

নিজস্ব প্রতিবেদক ও ঢাবি প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক ও ঢাবি প্রতিনিধি
শেয়ার
ঢাকা শহরে স্বল্প আয়ের মানুষের জন্য আবাসন নিশ্চিত করতে হবে
আদিলুর রহমান খান

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‌‘ঢাকা শহরে স্বল্প আয়ের মানুষের জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসন সুবিধা নিশ্চিত করতে হবে। বিগত সময়ে মানুষকে ঢাকাকেন্দ্রিক করে ফেলা হয়েছে। ঢাকার সঙ্গে আশপাশের জেলাগুলোর ভালো সংযোগ স্থাপন করা হয়নি। ফলে মানুষ কাজের জন্য ঢাকা এলেও, কাজ সেরে ফিরে যেতে পারছে না।

গতকাল শনিবার বুয়েটের স্থাপত্য বিভাগ আয়োজিত ঢাকায় নিম্নবিত্তের সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক আবাসন শীর্ষক এক বিশেষ ডিজাইন-গবেষণা উপস্থাপনা ও আলোচনায় উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর প্লট ও ফ্ল্যাট দেওয়ার ক্ষেত্রে বিশেষ কোটা বাতিল করেছে সরকার। স্বল্প আয়ের মানুষের আবাসন সুবিধা নিশ্চিত করতে রাজউক থেকে লটারির মাধ্যমে অ্যাপার্টমেন্ট দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। 

এদিকে নিজেদের মধ্যে ভেদাভেদ তৈরি হলে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ফলাফল হাতে থাকবে না বলে মন্তব্য করেছেন আদিলুর রহমান খান।

গতকাল ঢাবির টিএসসি অডিটরিয়ামে ঢাবি তরুণ কলাম লেখক ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, নতুন করে যেন বাংলাদেশে কখনোই আর ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে।

 

মন্তব্য

শিক্ষাঙ্গন

শেয়ার
শিক্ষাঙ্গন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫। দুই দিনব্যাপী (১৫-১৬ জুলাই) এ অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। গত ১৬ জুলাই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী। সংবাদ বিজ্ঞপ্তি
মন্তব্য

সর্বশেষ সংবাদ