<p>নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে রাকিব আহসান নামের এক ভুয়া চিকিৎসককে আটক করেছে র‌্যাব-১১। গতকাল শুক্রবার দুপুরে আলীপুর এলাকায় ল্যাবএইড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে তাঁকে আটক করা হয়। তিনি নিজেকে নিউরোমেডিসিনের সহকারী অধ্যাপক হিসেবে পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।</p> <p>র‌্যাব-১১-এর সিপিসি-৩-এর নোয়াখালী ক্যাম্পের কম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য জানান। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, বেগমগঞ্জের চৌমুহনী আলীপুরে ল্যাবএইড হাসপাতাল অ্যান্ড  ডায়াগনস্টিক সেন্টারে একজন ডাক্তার রয়েছেন, যিনি নিজেকে নিউরোমেডিসিনের সহকারী অধ্যাপক হিসেবে পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে রোগীদের ডাক্তারি সেবা দিয়ে আসছেন। শুক্রবার দুপুরে আমরা অভিযান চালিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর কাছে প্রয়োজনীয় কাগজপত্র চাইলে তিনি দেখাতে পারেননি। পরে ভুয়া ডাক্তার রাকিব আহসানকে আটক করি। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’ এ সময় র‌্যাবের সঙ্গে বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত, জেলা সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ডা. ফয়সালসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।</p>