পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাঈমুজ্জামান ভূইয়ার মনোনয়ন বাতিলের দাবিতে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ সব অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীর ব্যানারে দলীয় কার্যালয় চত্বরে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
পরে নাঈমুজ্জামান ভূইয়ার মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলে দলের নেতাকর্মীরা অংশ নেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মজাহারুল হক প্রধান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট এবং আটোয়ারী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি তৌহিদুল ইসলাম। তিনজনই আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
বক্তব্যে তিন নেতা দলের ত্যাগী নেতাদের মনোনয়ন না দিয়ে নাঈমুজ্জামান ভূইয়াকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদ জানান। একই সঙ্গে তাঁর মনোনয়ন বাতিল করে দলের দীর্ঘদিনের ত্যাগী রাজনীতিবিদদের মনোনয়ন দেওয়ার দাবি জানান তাঁরা।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট বলেন, ‘হাইব্রিড নেতাকে মনোনয়ন দেওয়ায় দলের কেউ তাঁকে মেনে নিতে পারছে না। তিনি কখনো ছাত্রলীগ, যুবলীগের সঙ্গে যুক্ত ছিলেন না, ছাত্র ইউনিয়ন করতেন। বর্তমান কমিটিতে ঢাকায় তদবির করে ঢুকেছেন। উপজেলা নির্বাচনে তিনি প্রকাশ্যে নৌকা প্রতীকের প্রার্থীর বিরোধিতা করেছেন।
পঞ্চগড়ের মাটির সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। এমন নেতাকে আমরা মানি না। তাই দলের স্বার্থে এই মনোনয়ন প্রত্যাহার করার দাবি জানাই।’
পরে কর্মী-সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।