বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সিরাজগঞ্জের তাড়াশে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে তাড়াশ উপজেলা শাখার উদ্যোগে রঘুনিলী মঙ্গলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
সভায় বসুন্ধরা শুভসংঘের তাড়াশ উপজেলা শাখার সভাপতি মো. শামিউল হক শামীমের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রঘুনিলী মঙ্গলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউজ্জামান নান্নু।
বক্তব্য দেন বিদ্যালয়ের শিক্ষক আমির হোসেন, গোবিন্দ সরকার, আমেনা খাতুন, লায়লা সুলতানা, আব্দুল করিম, ফাহিমা খাতুন ও মোনোয়ার হোসেন, শুভসংঘের তাড়াশ উপজেলা শাখার উপদেষ্টা সনাতন দাশ প্রমুখ।
সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউজ্জামান নান্নু বলেন, ‘বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। বাল্যবিবাহের কারণে অপরিণত গর্ভধারণ, মাতৃমৃত্যুর ঝুঁকি, প্রজনন স্বাস্থ্য সমস্যাসহ নানা জটিলতার সৃষ্টি হয়। মেয়েরা স্কুল থেকে ঝরে পড়ে।
এর ফলে নারীশিক্ষার হার হ্রাস পায়। তাই বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।’
শিশু শিক্ষার্থীদের নিয়ে মধ্যাহ্নভোজ
ঠাকুরগাঁওয়ে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মানবিক মনন বিকাশের লক্ষ্যে শিশু শিক্ষার্থীদের নিয়ে আড্ডা ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। গতকাল দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শাখার উদ্যোগে জেলা শহরের একটি রেস্তোরাঁয় এ আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের ঠাকুরগাঁও জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি তাপস দেব নাথ, কেন্দ্রীয় কমিটির সহসাংস্কৃতিক সম্পাদক মালিহা মনজুর মৌমি, ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শাখার সভাপতি জাইতুন নাহার প্রমুখ।