<p align="left" class="body" style="text-align:left"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span lang="EN-US" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="letter-spacing:.25pt">বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে দেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক ডেইলি সানের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ডেইলি সানের কার্যালয়ে কেক কাটা হয়। দিনব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলসহ নানা শ্রেণি-পেশার শুভানুধ্যায়ীরা কার্যালয়ে এসে শুভেচ্ছা জানান।</span></span></span></span></span></span></span></p> <p align="left" class="body" style="text-align:left"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span lang="EN-US" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="letter-spacing:.25pt">উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম পর্বে শুভেচ্ছা বক্তব্য দেন ডেইলি সানের সম্পাদক রেজাউল করিম লোটাস। এ সময় উপস্থিত ছিলেন ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মানটিটস্কি, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক, সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স শিলা পিল্লাই, মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সেলর স্টিফান এফ ইবেলি। এ ছাড়া সৌদি আরব, চীন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, সুইজারল্যান্ড, জার্মানি, ভিয়েতনাম, ডেনমার্ক দূতাবাসের কূটনীতিকরা ডেইলি সানের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানান।</span></span></span></span></span></span></span></p> <p align="left" class="body" style="text-align:left"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span lang="EN-US" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="letter-spacing:.25pt">উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডেইলি সানের প্রতিষ্ঠাতা সম্পাদক সৈয়দ আনোয়ার হোসেন, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, কালের কণ্ঠ’র প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন ও সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী, নিউজ টোয়েন্টিফোরের এক্সিকিউটিভ এডিটর রাহুল রাহা, ডেইলি সানের এডিটর ইন চিফ এনামুল হক চৌধুরী, বাংলা নিউজ টোয়েন্টিফোরের সম্পাদক জুয়েল মাজহার। তাঁরা ডেইলি সানের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানান এবং পত্রিকাটির সাফল্য কামনা করেন।</span></span></span></span></span></span></span></p> <p align="left" class="3col" style="text-align:left"> </p>