তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, সরকার বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে যথেষ্ট আন্তরিক, বরং বিএনপি তাঁর স্বাস্থ্য নিয়ে রাজনীতি করছে।
গতকাল শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শেখ রাসেল এভিয়ারি পার্কে নতুনভাবে চালুকৃত কেবল কার (রোপওয়ে) উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন।
বেগম খালেদা জিয়াকে সরকার হত্যার চেষ্টা করছে—বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর এমন বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া যতবারই হাসপাতালে গেছেন, প্রতিবারই আল্লাহর রহমতে তিনি হাসপাতালে বাংলাদেশের চিকিৎসকদের চিকিৎসা ও সেবায় সুস্থ হয়ে বাড়ি ফেরত গেছেন। এখনো বেগম খালেদা জিয়া যাতে সর্বোচ্চ চিকিৎসা পান সরকার সে জন্য যা কিছু করা দরকার সেটি করছে।