রাশিয়া, শ্রীলঙ্কা, তুরস্ক, ভারত, চীন, ব্রুনেই, ওমান, ইন্দোনেশিয়া, ব্রাজিল, কাতারসহ ৭৪টি দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীরা। এরই মধ্যে ২৮টি দেশের সঙ্গে এসংক্রান্ত চুক্তি হয়েছে। আরো ৪৬টি দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন। কূটনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে ‘ভিসা অব্যাহতি’ চুক্তি করা হচ্ছে।
পাসপোর্ট সেবা
ভিসা ছাড়াই ৭৪ দেশে যেতে পারবেন সরকারি কর্মীরা
- * সহযোগিতা বাড়াতে ‘ভিসা অব্যাহতি’ চুক্তি * এরই মধ্যে ২৮টি দেশের সঙ্গে চুক্তি সই * আরো ৪৬টি দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন * আর্জেন্টিনার সঙ্গে চুক্তি হলেও কার্যকর হয়নি
ওমর ফারুক

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভার কার্যবিবরণী থেকে এসব তথ্য পাওয়া গেছে। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, ‘আমাদের পাসপোর্টের সেবা অনেক উন্নত হয়েছে। ই-গেট কার্যক্রম শুরুর মাধ্যমে আমাদের পাসপোর্টের মান আরো বেড়েছে।
সভায় জানানো হয়, গত ২১ মার্চ পর্যন্ত ২৮টি দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি ছিল।
সভায় আরো বলা হয়, আরো ৪৬টি দেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি প্রক্রিয়াধীন। এর মধ্যে রয়েছে মেক্সিকো, আলজেরিয়া, লিবিয়া, ইথিওপিয়া, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা, কাজাখস্তান, কেনিয়া, মিসর, ইতালি, দক্ষিণ সুদান, গাম্বিয়া, পেরু, মঙ্গোলিয়া, থাইল্যান্ড, জর্জিয়া, ইরান, আলবেনিয়া, ইরাক, নেদারল্যান্ডস, লিথুনিয়া, রুয়ান্ডা, ফিলিস্তিন, পোল্যান্ড, চেক রিপাবলিক, লাটভিয়া, সেইন্ট ক্রিস্টিফার অ্যান্ড নেভিস, লেবানন, বাহরাইন, কিরগিজস্তান, ডোমিনিকান, উরুগুয়ে, নাইজেরিয়া, আফগানিস্তান, সৌদি আরব, আর্মেনিয়া, মালি, পাকিস্তান, বসনিয়া ও হার্জেগোভিনা, কানাডা, গুয়াতেমালা, আজারবাইজান, বুর্কিনা ফাসো, উজবেকিস্তান, ক্রোয়েশিয়া ও কলম্বিয়া।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ২০১৯ সালে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে চুক্তি করার বিষয়ে সিদ্ধান্ত হয়। গত ২২ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জানিয়েছে দক্ষিণ আফ্রিকা সরকার চুক্তিটি করতে আগ্রহ দেখিয়েছে। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখার জন্য এক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়। বাংলাদেশ ও ইরাক সরকারের মধ্যে প্রস্তাবিত খসড়া চুক্তিটি গত ১০ এপ্রিল অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন করা হয়।
বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয় গত ২৭ ফেব্রুয়ারি। ১৮ মে মন্ত্রিসভা বৈঠকে অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করা হয়। চুক্তিটি এখনো কার্যকর হয়নি। বিষয়টির ফলোআপ করতে সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে চুক্তি স্বাক্ষরের জন্য চুক্তিটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মালদ্বীপ সরকারের কাছে পাঠানো হয়। পরে মালদ্বীপ সরকার খসড়া চুক্তিতে কিছু সংশোধনী এনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে গত বছরের ৪ জানুয়ারি। একই বছরের ২৯ সেপ্টেম্বর আন্ত মন্ত্রণালয় সভা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী সংশোধনী চুক্তিসহ ২০২২ সালের ১১ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। তবে এখন পর্যন্ত মালদ্বীপ সরকার চুক্তি চূড়ান্ত করার বিষয়ে মতামত দেয়নি। এ অবস্থায় গত ১৫ মে পররাষ্ট্র মন্ত্রণালয়কে দ্বিতীয়বার তাগিদ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
১৬ মে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে, সংশোধনী প্রস্তাবের বিষয়ে মালদ্বীপ কর্তৃপক্ষের কোনো মতামত, মন্তব্য বা সংশোধনী প্রস্তাব অদ্যাবধি পাওয়া যায়নি।
সম্পর্কিত খবর

বর্ষায়ও হাতিরঝিলের পানি দূষণ


জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে আজ দেশব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী
নিজস্ব প্রতিবেদক

জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে আজ রবিবার দেশের গুরুত্বপূর্ণ স্থানে ‘পিপল হু ফট ফর আস’ ও ‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট : স্টোরি অব মুশতাক আহমদ’সহ জুলাইয়ের চলচ্চিত্র প্রদর্শন করা হবে। ঢাকায় মিরপুর-১০ ও বছিলায় শহীদদের স্মরণে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে এসব আয়োজন করা হবে। গতকাল শনিবার সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
তথ্য বিবরণীতে আরো বলা হয়েছে, আজ ২০ জুলাই ‘গণহত্যা ও ছাত্র-জনতার প্রতিরোধ দিবস’ স্মরণে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিউজিক ভিডিও শেয়ার করা হবে, যার থিম মিউজিক হবে ‘দেশটা তোমার বাপের নাকি’। কর্মসূচি অনুযায়ী এদিন ‘একটি শহিদ পরিবারের সাক্ষ্য’ ডকুমেন্টারির পার্ট-৬ প্রচার এবং একজন জুলাই যোদ্ধার স্মৃতিচারণার ভিডিও শেয়ার করা হবে। সব মন্ত্রণালয় ও বিভাগের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অনুষ্ঠানমালা প্রচার করা হবে। সব মোবাইল গ্রাহকের কাছে ভিডিওর ইউআরএল পাঠানো হবে।

আদিলুর রহমান খান
ঢাকা শহরে স্বল্প আয়ের মানুষের জন্য আবাসন নিশ্চিত করতে হবে
নিজস্ব প্রতিবেদক ও ঢাবি প্রতিনিধি

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘ঢাকা শহরে স্বল্প আয়ের মানুষের জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসন সুবিধা নিশ্চিত করতে হবে। বিগত সময়ে মানুষকে ঢাকাকেন্দ্রিক করে ফেলা হয়েছে। ঢাকার সঙ্গে আশপাশের জেলাগুলোর ভালো সংযোগ স্থাপন করা হয়নি। ফলে মানুষ কাজের জন্য ঢাকা এলেও, কাজ সেরে ফিরে যেতে পারছে না।
গতকাল শনিবার বুয়েটের স্থাপত্য বিভাগ আয়োজিত ‘ঢাকায় নিম্নবিত্তের সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক আবাসন’ শীর্ষক এক বিশেষ ডিজাইন-গবেষণা উপস্থাপনা ও আলোচনায় উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর প্লট ও ফ্ল্যাট দেওয়ার ক্ষেত্রে বিশেষ কোটা বাতিল করেছে সরকার। স্বল্প আয়ের মানুষের আবাসন সুবিধা নিশ্চিত করতে রাজউক থেকে লটারির মাধ্যমে অ্যাপার্টমেন্ট দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
এদিকে নিজেদের মধ্যে ভেদাভেদ তৈরি হলে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ফলাফল হাতে থাকবে না বলে মন্তব্য করেছেন আদিলুর রহমান খান।
উপদেষ্টা বলেন, নতুন করে যেন বাংলাদেশে কখনোই আর ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে।

শিক্ষাঙ্গন
