সরকার ও বিরোধীদলীয় দুই সংসদ সদস্য মোতাহার হোসেন ও কাজী ফিরোজ রশীদের অসংসদীয় বক্তব্য এক্সপাঞ্চ করা হবে বলে জানিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আগের দিনের বক্তব্যের সূত্রধরে গতকাল মঙ্গলবার সংসদ অধিবেশনের শুরুতে বিরোধী দল জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হকের দেওয়া বক্তব্যের পর স্পিকার বিষয়টি জানান।
স্পিকার বলেন, ‘গতকাল (সোমবার) মহামান্য রাষ্ট্রপতির ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর বক্তব্য দেওয়ার সময় লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন বক্তব্য দানকালে রাষ্ট্রপতির ভাষণের সঙ্গে সম্পৃক্ত নয় এমন যে বিষয়গুলো উপস্থাপন করেছেন সেসব অপ্রাসঙ্গিক কথা এক্সপাঞ্চ করা হবে। একই সঙ্গে বিরোধী দলের সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ যে অসংসদীয় ভাষা ব্যবহার করেছেন তাও এক্সপাঞ্চ করা হবে।