জলবায়ু বৈষম্য নিরসনে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বাংলাদেশে শিশুদের জন্য এবং শিশুদের সঙ্গে নিয়ে বিশ্বব্যাপী প্রচারাভিযান ‘জেনারেশন হোপ’ শুরু করেছে সেভ দ্য চিলড্রেন। গতকাল বৃহস্পতিবার ঢাকার লেকশোর হোটেলে ব্রেকিং দ্য সাইলেন্স (বিটিএস)-এর সহযোগিতায় শিশু ও যুবদের অংশগ্রহণ, উপস্থাপনা এবং জলবায়ুবিষয়ক আলোচনার মাধ্যমে প্রচারাভিযানটির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিল একটি শিশু। আয়োজকরা এর কারণ হিসেবে জানান, প্রচারাভিযানটি (ক্যাম্পেইন) ভবিষ্যৎ প্রজন্মের জন্য; তাই প্রচারাভিযান পরিকল্পনা থেকে শুরু করে সামনের বাস্তবায়ন পর্যন্ত সব কিছুই শিশুদের পরামর্শ নিয়ে করা হয়েছে।
ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ প্রতিনিধি ইয়েন ফ্রাই বলেন, ‘আমাদের অবশ্যই শিশুদের জন্য বিনিয়োগ করতে হবে; তাদের অধিকার, স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, সহিংসতা ও দারিদ্র্য থেকে সুরক্ষায় বিনিয়োগ করতে হবে।’
আয়োজকরা জানান, ‘জেনারেশন হোপ’ সেভ দ্য চিলড্রেনের একটি বৈশ্বিক ফ্ল্যাগশিপ প্রচারাভিযান। এর উদ্দেশ্য বিশ্বের ভেঙে পড়া জলবায়ু অবকাঠামোকে মেরামত করা, অর্থনৈতিক বৈষম্য ও জলবায়ু সংকটের সঙ্গে জড়িত সমস্যাগুলো মোকাবেলার মাধ্যমে শিশু এবং পৃথিবীর যত্ন নেওয়া।
‘জেনারেশন হোপ’ শিশু ও তরুণদের নেতৃত্বাধীন প্রচারাভিযান, যা আগামী পাঁচ বছরের জন্য দেশব্যাপী বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অনো ভ্যান ম্যানেন, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর শামীম জাহান, দৈনিক ইত্তেফাকের সম্পাদক ও ব্রেকিং দ্য সাইলেন্সের কার্যনির্বাহী কমিটির চেয়ারপারসন তাসমিমা হোসেন।