ঢাকা উত্তর ও দক্ষিণ, রাজশাহী, সিলেট এবং কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় শব্দদূষণে ক্ষতিগ্রস্ত হয়েছে বা সমস্যায় ভুগছেন, এমন ট্রাফিক পুলিশ ও নিবন্ধিত রিকশাচালকদের তালিকা চেয়েছেন হাইকোর্ট।
ঢাকা পুলিশের মহাপরিদর্শক; রাজশাহী, সিলেট ও কুমিল্লার পুলিশ কমিশনার এবং মেয়রদের আগামী চার মাসের মধ্যে হলফনামা করে এ তালিকা দিতে বলা হয়েছে।
এসংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানির পর রুলসহ এই আদেশ দেন বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর দ্বৈত বেঞ্চ।
শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুসারে, শব্দদূষণ নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং ক্ষতিগ্রস্ত ট্রাফিক পুলিশ ও রিকশাচালকদের ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, জানতে চাওয়া হয়েছে রুলে।