kalerkantho

মঙ্গলবার । ২৯ নভেম্বর ২০২২ । ১৪ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৪ জমাদিউল আউয়াল ১৪৪৪

মোল্লাহাটে ইউপি উপনির্বাচন

বিনা ভোটে চেয়ারম্যান হওয়ার পথে আ. লীগ নেতা

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি   

৭ অক্টোবর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাগেরহাটের মোল্লাহাট উপজেলার উদয়পুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে শেষ দিনে চেয়ারম্যান পদে মাত্র একজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম সাইকুল আলম। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। ফলে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে টিকে থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনিই চেয়ারম্যান নির্বাচিত হবেন।

বিজ্ঞাপন

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা ইসহাক আলী জানান, উদয়পুর ইউনিয়নের চেয়ারম্যান এস কে হায়দার মামুনের মৃত্যুতে শূন্য পদে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইকুল আলম মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ছাড়া অন্য কেউ মনোনয়নপত্র দাখিল করেননি।

 সাতদিনের সেরা