kalerkantho

শুক্রবার । ৯ ডিসেম্বর ২০২২ । ২৪ অগ্রহায়ণ ১৪২৯ । ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৪

ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ তিন জেলে দগ্ধ

ভোলা প্রতিনিধি   

৪ অক্টোবর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেভোলার চরফ্যাশনে বঙ্গোপসাগর মোহনার মেঘনা নদীতে জেলেদের একটি ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন জেলে আগুনে দগ্ধ হয়েছেন। গত শনিবার রাতে উপজেলার ঢালচরের চর নিজামসংলগ্ন মেঘনা নদীর তিনচর এলাকায় ঘটনাটি ঘটে।

ট্রলারে থাকা অন্য জেলেরা দগ্ধ জেলেদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দগ্ধরা হলেন উপজেলার চর নিজাম এলাকার মজির উদ্দিনের ছেলে নুরে আলম, নাসির মাঝির ছেলে মো. মঞ্জু ও রুস্তুম আলীর ছেলে হাবিব উল্লাহ।

বিজ্ঞাপন

ট্রলারে থাকা অন্য জেলেরা জানান, রাতে নদীতে জাল ফেলে তিন জেলে রান্নার কাজ করছিলেন। হঠাৎ রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে তিন জেলে দগ্ধ হন। চরফ্যাশন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. ফাইয়াজ উদ্দিন খান বলেন, ‘দগ্ধ তিনজনের মধ্যে নুরে আলমের অবস্থা সংকটাপন্ন। তাঁর শরীরের এক-তৃতীয়াংশ পুড়ে গেছে। তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বাকি দুজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ’

 সাতদিনের সেরা