kalerkantho

শুক্রবার । ৯ ডিসেম্বর ২০২২ । ২৪ অগ্রহায়ণ ১৪২৯ । ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৪

গুলিস্তানে দুই বাসের চাপায় নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   

৪ অক্টোবর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজধানীর গুলিস্তানে যাত্রীবাহী দুই বাসের চাপায় হালিমা বেগম (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টার দিকে গুলিস্তান সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের পাশে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তাঁর মৃত্যু হয়। নিহত হালিমা দক্ষিণ কেরানীগঞ্জের আইন্টার গ্রামের লাল মিয়ার স্ত্রী।

বিজ্ঞাপন

এ দম্পতির দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

হালিমার জামাতা আতিকুর রহমান জনি জানান, হালিমা বেগম ডায়াবেটিক রোগী। নিয়মিত তিনি শাহবাগের বারডেম হাসপাতালে চিকিৎসা নেন। গতকাল সকালে তিনি বাসা থেকে একাই হাসপাতালের উদ্দেশে বের হন। এর কিছুক্ষণ পরই তাঁরা খবর পান, গুলিস্তানে দুই বাসের চাপায় হালিমা আহত হন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।সাতদিনের সেরা