kalerkantho

বুধবার । ৭ ডিসেম্বর ২০২২ । ২২ অগ্রহায়ণ ১৪২৯ । ১২ জমাদিউল আউয়াল ১৪৪৪

বিজ্ঞান জাদুঘরে নতুন টিকিট চালু

৩ অক্টোবর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে গতকাল রবিবার থেকে নতুন আঙ্গিকে আকর্ষণীয় টিকিট চালু করা হয়েছে। দীর্ঘদিনের পুরনো টিকিটের পরিবর্তে বিজ্ঞান জাদুঘরে অবস্থিত সৌর বাগানের প্রতিবিম্ব তুলে ধরে টিকিটটি তৈরি করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জাদুঘর পরিদর্শনে আগত খুদে দর্শক ‘দীপিকা’কে দিয়ে টিকিটের উদ্বোধন করেন সংস্থার মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী। এই নান্দনিক সৌন্দর্যমণ্ডিত টিকিটটি এখন থেকে দর্শকদের হাতে তুলে দেওয়া হবে।

বিজ্ঞাপন

এ সময় সংস্থার সব স্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ‘আধুনিক টিকিট চালুর উদ্দেশ্য হলো দর্শকদের মধ্যে বিজ্ঞান জাদুঘরের আকর্ষণ সৃষ্টি করা। প্রত্যেক দর্শক বিজ্ঞান জাদুঘরের দূত হয়ে যেন জাদুঘরের সৌন্দর্য এবং নান্দনিক স্থাপত্যশৈলী জনগণের কাছে পৌঁছে দেন। জাদুঘর কোনো অফিস নয়, এটি পুরোপুরি দর্শক ও শিক্ষার্থীভিত্তিক একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখান থেকে বিজ্ঞানের আলো বিচ্ছুরিত হয়ে পুরো দেশ আলোকিত হবে। ’

 সাতদিনের সেরা