kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০২২ । ২১ অগ্রহায়ণ ১৪২৯ । ১১ জমাদিউল আউয়াল ১৪৪৪

মুন্সীগঞ্জ বিএনপির আরো ১৭৭ নেতাকর্মীর আগাম জামিন

নিজস্ব প্রতিবেদক   

৩ অক্টোবর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদলীয় কর্মসূচি পালনের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ, ভাঙচুরের দুই মামলায় মুন্সীগঞ্জ বিএনপির আরো ১৭৭ নেতাকর্মীর আগাম জামিন হয়েছে হাইকোর্টে। গতকাল রবিবার তাঁরা আদালতে হাজির হয়ে আবেদন করলে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ তাঁদের ছয় সপ্তাহের আগাম জামিন দেন। এ সময়ের মধ্যে তাঁদের সংশ্লিষ্ট নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। এর আগে গত ২৮ সেপ্টেম্বর এই বেঞ্চ থেকেই ১৫৩ নেতাকর্মীকে জামিন দেওয়া হয়।

বিজ্ঞাপন

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ফজলুর রহমান, মো. কামাল হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।

আইনজীবী মো. কামাল হোসেন পরে সাংবাদিকদের বলেন, ‘পুলিশের মামলায় ১৩০ আর শ্রমিক লীগ নেতার মামলায় ৪৭ জনকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন আদালত। এই সময়ের মধ্যে তাঁদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে। ’সাতদিনের সেরা