kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০২২ । ২১ অগ্রহায়ণ ১৪২৯ । ১১ জমাদিউল আউয়াল ১৪৪৪

সংক্ষিপ্ত

অজ্ঞান পার্টির খপ্পরে প্রাণ গেল কাপড় ব্যবসায়ীর

নিজস্ব প্রতিবেদক   

৩০ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকিশোরগঞ্জ থেকে ঢাকায় ফেরার বাসে অজ্ঞান পার্টির খপ্পরে আব্দুল্লাহ বাবু (৬০) নামের এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোর ৪টার দিকে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে গত বুধবার বিকেলে কমলাপুর এলাকা থেকে অচেতন অবস্থায় বাবুকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। মুগদা মাণ্ডার প্রথম গলিতে পরিবারসহ থাকতেন তিনি।

বিজ্ঞাপন

আব্দুল্লাহ বাবুর ছেলে নুরুল আলম বলেন, ‘আমার বাবা ভৈরবে মেলায় কাপড় বিক্রি করতে গিয়েছিলেন। বি-বাড়িয়া এক্সপ্রেস নামের একটি বাসে করে বাসায় ফেরার পথে তাঁকে কিছু খাইয়ে সঙ্গে থাকা ৭০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোনসেট ছিনিয়ে নেয় অজ্ঞান পার্টির সদস্যরা। পরে মুগদা হাসপাতালে তিনি মারা যান। মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী থানার ধামারন গ্রামের মৃত নারায়ণ সূত্রধরের ছেলে আব্দুল্লাহ বাবু। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।সাতদিনের সেরা