kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০২২ । ২৫ অগ্রহায়ণ ১৪২৯ । ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৪

আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষে সংঘর্ষ অস্ত্রসহ আটক ৫

নোয়াখালী প্রতিনিধি   

৩০ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনোয়াখালীর হাতিয়ার হরণী ইউনিয়নের চরঘাসিয়া চরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার ভোরে এই ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে অস্ত্র, গুলিসহ পাঁচজনকে আটক করে কোস্ট গার্ড।

জব্দ করা অস্ত্রের মধ্যে তিনটি একনলা বন্দুক, দুই রাউন্ড গুলি, ছয়টি রামদা, পাঁচটি বল্লম ও লোহার রড রয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, চরঘাসিয়ায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খোকন ও তাঁর ভাই ফখরুল ডাকাতের সঙ্গে বিরোধ চলে আসছিল। কিছুদিন আগে খোকনকে আটক করলে চরটির দখল নেন ফখরুল। কয়েক দিন আগে কারাগার থেকে জামিনে বের হন খোকন। গত বৃহস্পতিবার ভোরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও  গোলাগুলির ঘটনা ঘটে।

 

 

 সাতদিনের সেরা