kalerkantho

শুক্রবার । ৯ ডিসেম্বর ২০২২ । ২৪ অগ্রহায়ণ ১৪২৯ । ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৪

সংক্ষিপ্ত

সাঁজোয়া কোরের ৪২তম অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   

৩০ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসাঁজোয়া কোরের ৪২তম বার্ষিক অধিনায়ক সম্মেলন (২০২২) অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার  বগুড়ার মাঝিরা সেনানিবাসের আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুল এর আয়োজন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। শফিউদ্দিন বলেন, বহুমাত্রিক শিক্ষা প্রণয়নে বাংলাদেশ সেনাবাহিনী সব সময়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

বিজ্ঞাপন

তিনি শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্যরূপে গড়ে ওঠার মধ্য দিয়ে আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে উদ্বুদ্ধ করেন। সেনাবাহিনী প্রধান আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুলে পৌঁছালে তাঁকে স্বাগত জানান ভারপ্রাপ্ত জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড মেজর জেনারেল এস এম কামরুল হাসান এবং জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া মেজর জেনারেল মো. খালেদ-আল-মামুন।

 সাতদিনের সেরা