kalerkantho

বৃহস্পতিবার । ১ নভেম্বর ২০২২ । ১৬ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৬ জমাদিউল আউয়াল ১৪৪৪

অটোরিকশায় আগুন

নিজস্ব প্রতিবেদক   

২৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজধানীর গুলিস্তানে আগুনে একটি সিএনজিচালিত অটোরিকশা পুড়ে গেছে। গতকাল বুধবার দুপুরে গোলাপ শাহ মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভায়। তবে এর আগেই আগুনে অটোরিকশাটি পুড়ে যায়।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশার যান্ত্রিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। পল্টন থানার ওসি সালাউদ্দীন মিয়া বলেন, আগুনে অটোরিকশাটি সম্পূর্ণ পুড়ে গেছে।সাতদিনের সেরা