kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০২২ । ২৫ অগ্রহায়ণ ১৪২৯ । ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৪

রামনাথ বিশ্বাসের বাড়ি পুনরুদ্ধারে শোভাযাত্রা

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি   

২৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেহবিগঞ্জের বানিয়াচংয়ের ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বাড়ি পুনরুদ্ধার ও সেখানে জাদুঘর স্থাপনের দাবিতে বাইসাইকেল শোভাযাত্রা হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ব পর্যটন দিবসে এই শোভাযাত্রার আয়োজন করে রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার ও সংরক্ষণ কমিটি।

গতকাল সকাল ১১টায় হবিগঞ্জের পৌর টাউন হলে এই সাইকেল শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত জাহান। দেশের বিভিন্ন স্থানের দুই শতাধিক সাইক্লিস্ট সেখান থেকে ২৪ কিলোমিটার দূরত্বের বাড়িয়াচংয়ের বিদ্যাভূষণপাড়ায় রামনাথ বিশ্বাসের বাড়িতে পৌঁছান।

বিজ্ঞাপন

শোভাযাত্রার আগে টাউন হলের সামনে সংক্ষিপ্ত সমাবেশ আয়োজিত হয়। সমাবেশে বক্তারা বলেন, বানিয়াচং উপজেলার উত্তর-পশ্চিম ইউনিয়নের বিদ্যাভূষণপাড়ায় অবস্থিত রামনাথ বিশ্বাসের বাড়ি দখল করে রেখেছেন স্থানীয় ওয়াহেদ মিয়া ও তাঁর পরিবারের লোকজন।সাতদিনের সেরা