kalerkantho

শুক্রবার । ৯ ডিসেম্বর ২০২২ । ২৪ অগ্রহায়ণ ১৪২৯ । ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৪

ঢামেকে এক দিনে তিন হাজতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   

২৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) তিনজন হাজতির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে রাত সাড়ে ৯টার মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তাঁদের মৃত্যু হয়। রাত সাড়ে ৯টার দিকে শফিকুল ইসলাম (৫০) নামের এক হাজতিকে অচেতন অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে হাজতি শহিদুল ইসলাম বুলবুল (৪৮) ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিজ্ঞাপন

২১ সেপ্টেম্বর বুলবুলকে কারাগার থেকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সকাল সাড়ে ৯টার দিকে অচেতন অবস্থায় হাজতি গিয়াস উদ্দিন খানকে (৮০) ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। গিয়াস উদ্দিনের বাড়ি ময়মনসিংহ ফুলপুরে। তিনি মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি।সাতদিনের সেরা