kalerkantho

মঙ্গলবার । ২৯ নভেম্বর ২০২২ । ১৪ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৪ জমাদিউল আউয়াল ১৪৪৪

ফুটবলার আঁখির বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার

সিরাজগঞ্জ প্রতিনিধি   

২৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসাফজয়ী নারী ফুটবল দলের সদস্য আঁখি খাতুনকে প্রধানমন্ত্রীর দেওয়া আট শতাংশ জমির ওপর দায়ের করা মামলা বাদী প্রত্যাহার করে নিয়েছেন। গতকাল সোমবার দুপুরে মামলার বাদী হাজি প্রামাণিক সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর মামলাটি প্রত্যাহারের আবেদন করেন।

ফুটবলে অবদান এবং দরিদ্র পরিবারের কথা বিবেচনা করে তিন বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আঁখিকে জমি বরাদ্দ দেওয়া হয়েছিল। সেই জমির মালিকানা দাবি করে আরেকজন মামলা করলে তা বাফুফেকে জানান আঁখি।

বিজ্ঞাপন

পরে ১ নম্বর খতিয়ানভুক্ত আট শতাংশ জমি আঁখির নামে বরাদ্দ দেওয়া হয়।  

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম বলেন, ফুটবলার আঁখির জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১ নম্বর খাস খতিয়ানভুক্ত আট শতাংশ জমির একটি প্লট বরাদ্দ দেওয়া হয়। গত ৪ জুন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার জমির দলিল হস্তান্তর করেন।সাতদিনের সেরা