kalerkantho

রবিবার । ৪ ডিসেম্বর ২০২২ । ১৯ অগ্রহায়ণ ১৪২৯ । ৯ জমাদিউল আউয়াল ১৪৪৪

নৌপথে দুর্ঘটনা কমাতে ৩০২টি নৌযান চালুর দাবি

নিজস্ব প্রতিবেদক   

২৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনৌপথে দুর্ঘটনা কমাতে ৩০২টি আধুনিক নৌযান চালুসহ চার দাবি জানিয়েছে সেভ দ্য রোড। গতকাল সোমবার এক বিবৃতিতে এসব দাবি জানায় তারা। গতকাল গণমাধ্যমে পাঠানো সংগঠনটির মহাসচিব শান্তা ফারজানা স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, নৌ পুলিশের প্রত্যেক সদস্যকে নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে, একই সঙ্গে নৌপরিবহন কর্তৃপক্ষকে নিতে হবে ইঞ্জিনচালিত নৌযানগুলোর ব্যাপারে কঠোর সিদ্ধান্ত। সারা দেশে ২৪ হাজার ১৪০ কিলোমিটার জলরাশির ৩১০টি নদীর মধ্যে—এমন নদী পারাপারের ক্ষেত্রে সারা দেশে প্রয়োজন মাত্র ৩০২টি আধুনিক নৌযান।

বিজ্ঞাপন

রাষ্ট্রীয়ভাবে এসব নৌযান চালু করতে হবে।সাতদিনের সেরা