kalerkantho

শনিবার । ২৬ নভেম্বর ২০২২ । ১১ অগ্রহায়ণ ১৪২৯ ।  ১ জমাদিউল আউয়াল ১৪৪৪

প্রাতিষ্ঠানিক রূপ পাবে সরকার এনজিও সম্পর্ক

নিজস্ব প্রতিবেদক   

২৬ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসরকার-এনজিওর সহযোগিতার সম্পর্ককে মন্ত্রিপরিষদ বিভাগ প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব মো. সামসুল আরেফিন। তিনি বলেন, সামাজিক নিরাপত্তা নিশ্চিতে এনজিওগুলো সরকারকে সহায়তা করেছে। দারিদ্র্য বিমোচনে কয়েক দশক ধরে তাদের সহযোগিতাপূর্ণ অবস্থান প্রশংসা করার মতো।   গতকাল হোটেল ইন্টারকন্টিনেন্টালে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি জোরদার শীর্ষক এক কর্মশালায় এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

সরকারি-বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় আরো অংশ নেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ খালিদ হাসান, এনজিওবিষয়ক ব্যুরোর পরিচালক তপন কুমার বিশ্বাস, ব্র্যাকের ঊর্ধ্বতন পরিচালক কে এ এম মোর্শেদসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বেসরকারি সংস্থার কর্মকর্তারা।সাতদিনের সেরা