kalerkantho

বৃহস্পতিবার । ১ ডিসেম্বর ২০২২ । ১৬ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৬ জমাদিউল আউয়াল ১৪৪৪

তিন ইউএনওর ঘটনায় তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক   

২৬ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবান্দরবানের আলীকদম, কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ও বগুড়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ড করার অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছেন নিজ নিজ জেলার জেলা প্রশাসকরা (ডিসি)। এখন এসব ঘটনার তদন্ত হচ্ছে। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলার একজন অতিরিক্ত জেলা প্রশাসককে (এডিসি)।

বিজ্ঞাপন

তদন্ত প্রতিবেদন অনুযায়ী দোষী সাব্যস্ত হলে ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর কালের কণ্ঠকে বলেন, প্রতিটি ঘটনার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আলীকদম উপজেলার তদন্ত প্রতিবেদন গত রাতে (রবিবার) জমা দিয়েছে। আজকের মধ্যে ভূরুঙ্গামারী ও বগুড়া সদর উপজেলার তদন্ত প্রতিবেদন পাওয়া যেতে পারে।  

গত শুক্রবার আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের মাংতাই হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে হট্টগোল তৈরি হলে ট্রফি আছড়ে ভেঙে ফেলেন ইউএনও মেহরুবা ইসলাম। এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। বগুড়া সদরে আলমগীর হোসেন নামের এক তৃতীয় শ্রেণির কর্মচারীকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে ইউএনও সমর কুমার পালের বিরুদ্ধে। পত বৃহস্পতিবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মারধরের শিকার হন তিনি। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে কমিটি গঠন করা হয়েছে।সাতদিনের সেরা