kalerkantho

শুক্রবার । ২ ডিসেম্বর ২০২২ । ১৭ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৭ জমাদিউল আউয়াল ১৪৪৪

সংক্ষিপ্ত

কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক   

২৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশ শিশু একাডেমি ও জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের যৌথ আয়োজনে ‘জাতীয় কন্যাশিশু দিবস-২০২২’ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলের এ প্রতিযোগিতায় পিছিয়ে পড়া শিশুসহ প্রায় এক হাজার শিশু অংশ নিয়েছে। বয়সের ভিত্তিতে প্রতিযোগীদের তিনটি গ্রুপে ভাগ করে ভিন্ন ভিন্ন বিষয় দেওয়া হয়। ‘ক’ গ্রুপে চার থেকে সাত বছরের শিশুদের জন্য বিষয় ছিল উন্মুক্ত।

বিজ্ঞাপন

‘খ’ গ্রুপে আট থেকে ১১ বছরের শিশুদের জন্য বিষয় ছিল ‘স্বপ্নের বাংলাদেশ’। আর ‘গ’ গ্রুপে ১২ থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য বিষয় ছিল ‘আমার স্বপ্ন আমার স্বাধীনতা’। পিছিয়ে পড়া শিশুদের জন্য বিষয় শিথিলযোগ্য রাখা হয়।

বিচারক ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির প্রশিক্ষক বিপ্লব কুমার দত্ত ও রবীন বসাক। এ ছাড়া বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

 

 

 সাতদিনের সেরা