kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০২২ । ২৫ অগ্রহায়ণ ১৪২৯ । ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৪

সংক্ষিপ্ত

ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   

২৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজধানীর বংশালের একটি সাততলা ভবনের ছাদ থেকে পড়ে আরমানুজ্জামান জিসান (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনার পর জিসানকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। রাতে আগারগাঁওয়ের নিউরোসায়েন্সেস হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়।

বিজ্ঞাপন

তিনি উদয়ন স্কুল অ্যান্ড কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়তেন। পুলিশ ও স্বজনরা জানায়, জিসান নানা-নানির সঙ্গে বংশালের রজনী ঘোষ লেনের সাততলা ভবনের পাঁচতলায় থাকতেন। তিনি যশোরের আনোয়ার হোসেনের ছেলে। ছাদের রেলিংয়ে বসে মুঠোফোনে কথা বলার সময় জিসান পড়ে যান। বংশাল থানার পুলিশ বৃহস্পতিবার রাতে জিসানের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে নিয়ে যায়। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানিয়েছেন থানার এসআই শেখ ফিরোজ আলম।

 

 সাতদিনের সেরা