kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০২২ । ২৫ অগ্রহায়ণ ১৪২৯ । ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৪

বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে নজরদারি বাড়াতে হবে

নিজস্ব প্রতিবেদক   

২৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসরকারি বিশ্ববিদ্যালয়ের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি বেশির ভাগই সন্তোষজনক নয়। প্রকল্পের কাজ যথাসময়ে শেষ না হওয়ায় বাস্তাবায়নে সময় ও ব্যয় বাড়ছে। তাই যথাসময়ে প্রকল্পের কাজ শেষ করতে নজরদারি বাড়ানো প্রয়োজন বলে মনে করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। গতকাল বৃহস্পতিবার ইউজিসিতে এক সভায় কমিশনের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর এ কথা বলেন।

বিজ্ঞাপন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আরডিপি পর্যালোচনা নিয়ে সভাটি অনুষ্ঠিত হয়। এতে ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব)  মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া ও কুয়েট উপাচার্য মিহির রঞ্জন হালদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

 সাতদিনের সেরা