kalerkantho

শনিবার । ২৬ নভেম্বর ২০২২ । ১১ অগ্রহায়ণ ১৪২৯ ।  ১ জমাদিউল আউয়াল ১৪৪৪

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৬৭৮

নিজস্ব প্রতিবেদক   

২৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। গত বুধবার সকাল ৮টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ৬৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের ২৪ ঘণ্টায় ৬৪১ জন শনাক্ত হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনসুারে, সর্বশেষ ২৪ ঘণ্টায় চার হাজার ৮১২টি নমুনা সংগ্রহ করা হয়।

বিজ্ঞাপন

নতুন ও পুরনো মিলে নমুনা পরীক্ষা করা হয় চার হাজার ৭৯৮টি। শনাক্তের হার ১৪.১৩ শতাংশ। আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১৪.৭৩ শতাংশ। সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছে ২২০ জন। এখন পর্যন্ত করোনামুক্ত হয়েছে ১৯ লাখ ৬১ হাজার ৮১৯ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ২০ হাজার ১৪৮ জন। আর মারা গেছে ২৯ হাজার ৩৪৬ জন।সাতদিনের সেরা