kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০২২ । ২৫ অগ্রহায়ণ ১৪২৯ । ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৪

নিজের মহিষই নিলামে কিনতে হলো কৃষককে!

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী   

২৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেরাজশাহীতে পদ্মায় ভেসে যাওয়া নিজের ১৫টি মহিষ আবার নিলামে কিনতে হয়েছে বলে দাবি এক কৃষকের। মো. সেন্টু নামের ওই কৃষকের দাবি, তাঁর হারিয়ে যাওয়া ১৬টি মহিষ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা উদ্ধার করেন। পরে কাস্টমসে জমা দেওয়া হয় ১৫টি মহিষ। কাস্টমস প্রকাশ্যে নিলামে বিক্রি করলে সেখান থেকে আবার তিনিই ওই মহিষগুলো কিনেছেন।

বিজ্ঞাপন

সেন্টুর বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নীলবোনা গ্রামে। তিনি জানান, পদ্মার চরে বাথানে রেখে তিনি মহিষ পালন করেন। গত ৭ সেপ্টেম্বর রাতে ওই বাথান থেকেই নদীতে নেমে যায় তাঁর ১৬টি মহিষ। পরে ৮ ও ৯ সেপ্টেম্বর বিজিবি মহিষগুলো উদ্ধার করে। অথচ এই মহিষ যে তাঁর সেটি বিজিবির কাছেও হিসাব আছে বলে দাবি সেন্টুর। তিনি জানান, সীমান্ত এলাকা বলে কার বাড়িতে কয়টি গরু-মহিষ আছে, তার হিসাব রাখে বিজিবি। দুটি খাতায় তা লিখে রাখা হয়। একটি খাতা থাকে মালিকের কাছে, অন্যটি বিজিবির স্থানীয় ক্যাম্পে। গরু-মহিষের হিসাব ক্যাম্প কমান্ডার লিখে রাখেন তাঁর সইসহ। তাঁর খাতার ক্রমিক নম্বর-২৯। এই খাতায় তাঁর ২১টি মহিষ থাকার হিসাব আছে।

 

 

 সাতদিনের সেরা