kalerkantho

রবিবার । ২ অক্টোবর ২০২২ । ১৭ আশ্বিন ১৪২৯ ।  ৫ রবিউল আউয়াল ১৪৪৪

কুড়িগ্রামে থেমে আছে বাইপাস প্রকল্প

কুড়িগ্রাম প্রতিনিধি   

২৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকুড়িগ্রামে থেমে আছে বাইপাস প্রকল্প

ভূমি অধিগ্রহণ না হওয়ায় সেতুতে আটকে আছে কুড়িগ্রাম বাইপাস সড়ক। ছবি : কালের কণ্ঠ

কুড়িগ্রাম শহরের যানজট নিরসনে প্রায় পাঁচ কিলোমিটারব্যাপী দাশেরহাট বাইপাস সড়ক নির্মাণকাজ থেকে আছে প্রায় দেড় বছর। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ভূমি অধিগ্রহণে বিলম্বের কারণে রাস্তাটির নির্মাণকাজ থেমে আছে। সড়কটির কাজের চুক্তি আগামী ডিসেম্বরে শেষ হবে। ভূমি অধিগ্রহণে আরো দেরি হলে প্রকল্পের সময়সীমা ও ব্যয় বাড়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কুড়িগ্রাম শহরের যানজট নিরসন ও সোনাহাট স্থলবন্দর দিয়ে পণ্য পরিবহন সহজতর করতে প্রকল্পটি গ্রহণ করে।

কুড়িগ্রামে সোনাহাট সড়কের বীরপ্রতীক তারামন বিবির মোড় থেকে দাশেরহাট পর্যন্ত এই বাইপাস সড়কটি চালু হলে শহরের যানজট নিরসনের পাশাপাশি ভারতের সঙ্গে ব্যবসা-বাণিজ্য প্রসারের আশা করছে এলাকার মানুষ।

 

 সাতদিনের সেরা