kalerkantho

শনিবার । ২৬ নভেম্বর ২০২২ । ১১ অগ্রহায়ণ ১৪২৯ ।  ১ জমাদিউল আউয়াল ১৪৪৪

পদ্মা সেতুর নাট-বল্টু খোলা তালহার জামিন স্থগিত

নিজস্ব প্রতিবেদক   

১৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেউদ্বোধনের পর পদ্মা সেতুর রেলিং থেকে নাট-বল্টু খুলে ভিডিও ভাইরাল করা যুবক বাইজীদ তালহার জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। গত ১৪ অক্টোবর হাইকোর্ট তাঁকে জামিন দিলে সে জামিন স্থগিত করতে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গতকাল রবিবার সে আবেদনের শুনানির পর বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার আদালত আগামী ৩১ অক্টোবর পর্যন্ত তালহার জামিন স্থগিত করেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর।

বিজ্ঞাপন

তাঁর সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুল আলম ও মো. শাহীন মৃধা। এস এম মুনীর কালের কণ্ঠকে বলেন, ‘আগামী ৩১ অক্টোবর পর্যন্ত জামিন স্থগিত থাকবে। ওই দিন আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানিতে আসবে। ’

 

 সাতদিনের সেরা