kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০২২ । ২১ অগ্রহায়ণ ১৪২৯ । ১১ জমাদিউল আউয়াল ১৪৪৪

সংক্ষিপ্ত

সাজেদা চৌধুরীর আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে : স্পিকার

নিজস্ব প্রতিবেদক   

১৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর আদর্শ, রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা প্রজন্ম থেকে প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগীর পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সুদীর্ঘ পথচলা। গতকাল জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্পিকার। এতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, সংসদ সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাকর্মীসহ অনেকে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রয়াত সৈয়দা সাজেদা চৌধুরীর পরিবারের পক্ষ থেকে তাঁর ছেলে -মেয়েরা মায়ের স্মৃতিচারণা করেন।

 

 সাতদিনের সেরা