kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০২২ । ২৫ অগ্রহায়ণ ১৪২৯ । ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৪

বললেন স্বাস্থ্যমন্ত্রী

৩ অক্টোবরের পর প্রথম টিকা নেওয়া সম্ভব হবে না

নিজস্ব প্রতিবেদক   

১৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে৩ অক্টোবরের পর থেকে প্রথম ডোজের টিকা নেওয়া সম্ভব হবে না। এমনকি দ্বিতীয় ডোজের টিকা নেওয়াও কঠিন হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের কভিড-১৯ টিকা কার্যক্রমবিষয়ক জাতীয় কর্মশালায় তিনি এ কথা বলেন।

গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ কর্মশালায় ৬৪ জেলার সিভিল সার্জন ও আট বিভাগের বিভাগীয় পরিচালকরা অংশ নেন।

বিজ্ঞাপন

কর্মশালায় তিনি জানান, আগামী ১১ অক্টোবর থেকে জেলা-উপজেলা পর্যায়ে পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকার আওতায় আনা হবে। গত মাস থেকেই শিশুদের টিকা কার্যক্রম শুরু হয়েছে। জেলা-উপজেলা পর্যায়ের শিশুদের নিয়ে মোট সোয়া দুই কোটি শিশুকে টিকা দিতে হবে বলেও জানান জাহিদ মালেক।

এ ছাড়া তিনি আরো বলেন, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে সারা দেশে করোনা টিকার প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজের ক্যাম্পেইন শুরু হবে। এই ক্যাম্পেইন চলবে ৩ অক্টোবর পর্যন্ত। যাঁরা এখনো প্রথম বা দ্বিতীয় ডোজ নেননি, তাঁরা ৩ অক্টোবরের পর থেকে টিকা আর না-ও পেতে পারেন।সাতদিনের সেরা