kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০২২ । ২৩ অগ্রহায়ণ ১৪২৯ । ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৪

সংক্ষিপ্ত

ছেলেকে বাঁচাতে প্রাণ গেল বাবার, দেখতে গিয়ে শিশুর মৃত্যু

মদন (নেত্রকোনা) প্রতিনিধি   

১৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনেত্রকোনার মদনে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে চয়ন হাসান (৩৩) নামের এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে তিয়শ্রী ইউনিয়নের বালালী গ্রামে নিজ বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। বাড়ির পাশের মর্মান্তিক এই ঘটনা দেখতে যাওয়ার সময় রাস্তায় অটোরিকশাচাপায় মারা যায় নাসিফা আক্তার (৬) নামের এক শিশু। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, চয়ন হাসানের মামা জাকির হাসান তাঁর নির্মীয়মাণ ঘরে বাড়ির সামনের পুকুর থেকে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি দিচ্ছিলেন।

বিজ্ঞাপন

এ সময় চয়ন হাসানের ছেলে জিহান (৬) মোটরের তারে বিদ্যুতায়িত হয়ে পুকুরে পড়ে যায়। ছেলেকে বাঁচাতে পুকুরে ঝাঁপ দিলে চয়ন হাসানও বিদ্যুতায়িত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মদন হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শান্তুনু শাহা চয়ন হাসানকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে এই হৃদয়বিদারক ঘটনা দেখতে বাড়ির সামনে রাস্তা পার হচ্ছিল জুয়েল মিয়ার মেয়ে নাসিফা। এ সময় একটি অটোরিকশা তাকে চাপা দেয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপতালে পাঠালে পথেই তার মৃত্যু হয়। মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, এই দুই মৃত্যুর ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 সাতদিনের সেরা