kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০২২ । ২৫ অগ্রহায়ণ ১৪২৯ । ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৪

সংক্ষিপ্ত

করোনায় দুজনের মৃত্যু শনাক্ত ৩৬৩

নিজস্ব প্রতিবেদক   

১৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসারা দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ৩৬৩ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০.৮৭ শতাংশ। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় তিন হাজার ৩৪০টি নমুনা পরীক্ষা করা হয়।

বিজ্ঞাপন

নতুন শনাক্তদের মধ্যে ২৬৮ জন ঢাকা জেলার। এই সময়ে ৩২ জেলায় নতুন কোনো রোগী শনাক্ত হয়নি। এ পর্যন্ত দেশে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১৬ হাজার ৯৪৬ জনে। তাদের মধ্যে মারা যায় ২৯ হাজার ৩৩৯ জন। সুস্থ হয়েছে ১৯ লাখ ৬০ হাজার ৭৪৭ জন।

 সাতদিনের সেরা