kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০২২ । ২৩ অগ্রহায়ণ ১৪২৯ । ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৪

মৎস্য খাত নিয়ে আন্তর্জাতিক সম্মেলন

সিলেট অফিস   

১৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসিলেটে তিন দিনব্যাপী ‘টেকসই মৎস্য খাত’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। গতকাল শুক্রবার নগরের সুবিদবাজারের খান প্যালেসে সম্মেলন উদ্বোধন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য মো. মতিয়ার রহমান হাওলাদার। সিকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদ এই সম্মেলনের আয়োজন করেছে।

সম্মেলনে বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ডেনমার্ক, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, কোরিয়াসহ ১০টি দেশ থেকে ৩০০ জনেরও বেশি গবেষক অংশ নিচ্ছেন।

বিজ্ঞাপন

এতে মাৎস্য খাতসংক্রান্ত ১৯৩টি গবেষণার ফল উপস্থাপন করা হবে। উদ্বোধনী দিনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মৃত্যুঞ্জয় কুণ্ডুর সভাপতিত্বে সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ইমেরিটাস অধ্যাপক এম এ সাত্তার মণ্ডল।

 সাতদিনের সেরা