kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০২২ । ২৫ অগ্রহায়ণ ১৪২৯ । ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৪

পানিতে ডুবে পাঁচজনের মৃত্যু নিখোঁজ ১

প্রিয় দেশ ডেস্ক   

১৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপানিতে ডুবে গতকাল পাঁচ জেলায় পাঁচ শিশুর মৃত্যু হয়েছে এবং এক যুবক নিখোঁজ রয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :

নেত্রকোনা : আটপাড়া উপজেলার মাদল গ্রামে গতকাল সকালে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা মাদল গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে সাব্বির (৬) ও এরশাদ মিয়ার ছেলে সিফাত (৭)। গতকাল সকালে সাব্বির ও তার মামাতো ভাই সিফাত খেলতে খেলতে বাড়ির সামনের পুকুরের পানিতে পড়ে যায়।

বিজ্ঞাপন

পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আটপাড়া থানার ওসি জাফর ইকবাল বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

রাজবাড়ী : রাজবাড়ীতে পানিতে পড়ে আহম্মাদ উল্লাহ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আহম্মাদ উল্লাহ রাজবাড়ী পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার রুবেলের ছেলে। গতকাল সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে পাশের পুকুরে পড়ে যায় সে।

পঞ্চগড় : তেঁতুলিয়া উপজেলায় ডাহুক নদীতে ডুবে মাহাবুব হোসেনের (৯) মৃত্যু হয়েছে। গতকাল সকালে লোহাকাচি এলাকায় এ ঘটনা ঘটে। সে রণচণ্ডী পিঠাখাওয়া এলাকার আইনুল ইসলামের ছেলে।

নারায়ণগঞ্জ : শীতলক্ষ্যা নদীর বন্দর ঘাট থেকে মৃদুল (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকেলে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত মৃদুল নলুয়াপাড়ার এবাদুল্লাহর ছেলে।

ভোলা : সদর উপজেলার ভেদুরিয়া ফেরিঘাট এলাকার তেঁতুলিয়া নদী দিয়ে মৃত ইলিশ তুলতে গিয়ে ফেরি থেকে পড়ে আমিনুল ইসলাম (২৫) নামের এক কর্মী নিখোঁজ হয়েছে।

 সাতদিনের সেরা