kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০২২ । ২৫ অগ্রহায়ণ ১৪২৯ । ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৪

খুলনায় পটকা মাছ খেয়ে মা-ছেলের মৃত্যু

খুলনা অফিস   

১৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেখুলনায় পটকা মাছ খেয়ে মা ও ছেলের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সন্ধ্যায় নগরীর লবণচরা থানার মাথাভাঙ্গা রেল ব্রিজের কাছে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন স্থানীয় আব্দুর রহমানের স্ত্রী পরী বেগম (৬০) ও তাঁর ছেলে জাহাঙ্গীর (৩৫)। এ ছাড়া জাহাঙ্গীরের খালাতো ভাই সাইদুল (২৫) নামের আরেকজনকে অসুস্থ অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

তাঁদের বাড়ি বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে।

নিহতদের প্রতিবেশী আবুল কালাম আজাদ জানান, দরিদ্র পরিবারের গৃহবধূ পরী বেগম গতকাল দুপুরে রূপসা নদী থেকে তিনি পটকা মাছ ধরেন। পরে রান্না করে ছেলে জাহাঙ্গীর ও বোনের ছেলে সাইদুলকে নিয়ে ভাত খান। এরপর সবাই অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা জানতে পেরে দ্রুত তাঁদের খুলনা মেডিক্যালে নেওয়ার পথে পরী মারা যান। সন্ধ্যায় হাসপাতালে অবস্থায় জাহাঙ্গীর মারা যান। সাইদুল হাসপাতালে চিকিৎসাধীন।

লবণচরা থানার ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়ায় তাঁদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 সাতদিনের সেরা