kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০২২ । ২৫ অগ্রহায়ণ ১৪২৯ । ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৪

শিশু পার্লামেন্টের অধিবেশন শুরু আজ

নিজস্ব প্রতিবেদক   

১০ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেখেলাঘর জাতীয় শিশু পার্লামেন্টের ভার্চুয়াল অধিবেশন শুরু হচ্ছে আজ শনিবার। সকাল ১০টায় জুম প্ল্যাটফরমে শুরু হবে এই অধিবেশন। এতে দেশের শতাধিক শিশু-কিশোর সংসদ সদস্য অংশ নেবে। অধিবেশনের বিষয় নির্ধারণ করা হয়েছে ‘শিশুদের স্বপ্ন-মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর বাংলাদেশ’।

বিজ্ঞাপন

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আয়োজনটি করেছে জাতীয় শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর। অধিবেশনটি খেলাঘর আসরের ফেসবুক পেজ ও জুম প্ল্যাটফরমে সরাসরি সম্প্র্রচার করা হবে। পার্লামেন্টের উদ্বোধনী বক্তব্য দেবেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপক পান্না কায়সার। এ ছাড়া শিক্ষাবিদ-সাহিত্যিক অধ্যাপক যতীন সরকার ও বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মৃধা বেনুর উপস্থিত থাকার কথা রয়েছে। সভাপতিত্ব করবেন শিশু পার্লামেন্টের স্পিকার খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক নিরঞ্জন অধিকারী।সাতদিনের সেরা