ডেন্টাল ক্যাপ একটি কৃত্রিম দাঁত, যা দেখতে আসল দাঁতের মতোই। মুখমণ্ডলের স্বাভাবিক সৌন্দর্য সংরক্ষণ করা, খাদ্যকে হজমের উপযোগী করে তোলা ও কথা বলতে সাহায্য করাই এর কাজ। এটা আসল দাঁতকে ঘিরে রাখে।
কোনো কারণে আসল দাঁত দুর্বল হয়ে গেলে, ভেঙে গেলে অথবা জন্মগতভাবে দাঁত ছোট হলে ডেন্টাল ক্যাপ পরার প্রয়োজন হয়।
ডেন্টাল ক্যাপ কী দিয়ে তৈরি?
- সাধারণত প্লাস্টিক জাতীয় পদার্থ অ্যাক্রেনিকের হতে পারে
- মেটাল
- সিরামিক
- জিরকোনিয়াম
ক্যাপের পরিচর্যা
- দুই বেলা খাবার পর দাঁত ব্রাশ করতে হবে
- প্রতি রাতে একবার দুই দাঁতের মাঝখান পরিষ্কার করার জন্য ডেন্টাল ফ্লস ব্যবহার করতে হবে
- প্রতিবার দাঁত ব্রাশ করার পর মাড়ি ম্যাসাজ করতে হবে
- দুই দাঁতের মাঝে খাবার জমলে বা খাবার জমার সম্ভাবনা তৈরি হলে ইন্টার ডেন্টাল ব্রাশ ব্যবহার করা যেতে পারে। বর্তমানে এটা বিভিন্ন সাইজে পাওয়া যায়।
- সর্বোপরি ক্যাপ করা দাঁতের পরিপূর্ণ পরিচর্যার জন্য জীবাণুমুক্তকরণ মাউথ ওয়াশ বা লবণ-গরম পানি দিয়ে কুলিকুচি করতে হবে
- অত্যধিক শক্ত বা আঁশযুক্ত খাবার বর্জন করতে হবে
- ধূমপান ও দাঁত দিয়ে নখ কাটার বদ অভ্যাস বর্জন করতে হবে
- ক্যাপের যেকোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে।
- মেটালের ওপর সিরামিকের আবরণ থাকতে পারে।
- পুরোটাই সিরামিক হতে পারে।
- বর্তমানে বাজারে জিরকোনিয়াম পদার্থ দ্বারা তৈরি ক্যাপ পাওয়া যাচ্ছে। দাঁতের রঙের সঙ্গে এটা পুরোপুরি মিলে যায় এবং বেশ শক্তও হয়। সামনে ও পেছনের চোয়াল উভয় ক্ষেত্রে ব্যবহারের উপযোগী।
সতর্কতা
ক্যাপ লাগানোর পর বিভিন্ন ধরনের জটিলতা হতে পারে। জটিলতা এড়ানোর জন্য আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন : ন্যাচারাল দাঁত কাটার সময় যেন পাশের দাঁতে কোনো আঘাত না লাগে, পাশের দাঁত শির শির করতে পারে। দাঁতের মাড়ি যেন অতিরিক্ত পরিমাণ কেটে না যায়, তাতে ভবিষ্যতে মাড়ি দিয়ে পুঁজ আসার আশঙ্কা তৈরি হবে।
পরামর্শ দিয়েছেন
ডা. অনুপম পোদ্দার
সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
পেরিওডেন্টোলজি অ্যান্ড ওরালপ্যাথলজি বিভাগ
ঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতাল সিরামিক ডেন্টাল কেয়ার নয়াবাজার, ঢাকা।