kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০২২ । ২১ অগ্রহায়ণ ১৪২৯ । ১১ জমাদিউল আউয়াল ১৪৪৪

সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল, সতর্ক বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক   

২৯ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুনধুম সীমান্তে গতকাল রবিবার মিয়ানমার থেকে ছোড়া দুটি মর্টার শেল এসে পড়ে। শেল দুটি বিস্ফোরিত না হলেও এ ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। মর্টার সেল দুটি ইচ্ছা করে ছোড়া হয়েছে, নাকি অসতর্কতায় এসেছে—তা খতিয়ে দেখছে সরকার। সীমান্তে সকর্তকতা বাড়ানো হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন গতকাল বিকেলে সংবাদমাধ্যমকে বলেন, ‘অবিস্ফোরিত মর্টার শেলটি বাংলাদেশ সীমান্তে এসে পড়ার ঘটনাটি দুর্ঘটনা, নাকি উদ্দেশ্যেপ্রণোদিত—সেটা খতিয়ে দেখা হবে। দুর্ঘটনাবশত হলে মিয়ানমারকে সতর্ক করা হবে। ’

এদিকে বিজিবির মুখপাত্র পরিচালক (অপারেশনস) লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান গতকাল সন্ধ্যায় কালের কণ্ঠকে বলেন. ‘আমরা এ ধরনের একটি খবর পেয়েছি। তথ্য সংগ্রহ করা হচ্ছে। ’

গতকাল রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে নাইক্ষ্যংছড়ির তুমব্রু উত্তরপাড়া এলাকায় এসে পড়ে দুটি মর্টার শেল। সীমান্ত পিলার ৩৪-৩৫ থেকে আধাকিলোমিটার দূরে উত্তরপাড়া এলাকা। সেখানে একটি মসজিদের বিপরীতে মিয়ানমারের অভ্যন্তরে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির তুমব্রু রাইট ক্যাম্প। সেখান থেকে মিয়ানমার সেনাবাহিনীর ছোড়া একটি মর্টার শেল তুমব্রু উত্তরপাড়া জামে মসজিদের পাশে এবং আরেকটি মর্টার শেল ওই এলাকার আনুমানিক ২০০ গজ পূর্ব দিকে জনবসতিপূর্ণ এলাকায় এসে পড়ে। শেল দুটি বিস্ফোরিত না হওয়ায় এতে কেউ হতাহত হয়নি বলে স্থানীয় প্রশাসন জানায়। তবে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিজিবির ৩৪ ব্যাটালিয়নের সদস্যরা গিয়ে এলাকাটি ঘিরে রাখেন। ছুটে যান বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারাও। পরে মর্টার শেল দুটি নিষ্ক্রিয় করার চেষ্টা চালায় বিজিবি।সাতদিনের সেরা