kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০২২ । ২১ অগ্রহায়ণ ১৪২৯ । ১১ জমাদিউল আউয়াল ১৪৪৪

‘সুনির্দিষ্ট তথ্য ছাড়া কিছু বললে মানুষ আস্থা রাখে না’

নিজস্ব প্রতিবেদক   

২৮ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে‘সুনির্দিষ্ট তথ্য ছাড়া কিছু বললে মানুষ আস্থা রাখে না’

আসাদুজ্জামান খান

আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কয়েকজন সদস্যের ওপর দেওয়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘সুনির্দিষ্ট তথ্য ছাড়া কিছু বললে মানুষ শতভাগ আস্থা রাখে না। ’

গতকাল শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ইনার হুইল ক্লাব আয়োজিত ‘পঞ্চম দক্ষিণ এশিয়া সম্মেলন’ শেষে সাংবাদিকদের  প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল বাশেলেত বাংলাদেশে এসেছিলেন। তিনি আমাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেছেন।

বিজ্ঞাপন

আমাদের কিছু প্রশ্ন আগেই দিয়েছিলেন। তাঁর প্রশ্নের ৭৬ জন গুমসহ অন্যান্য বিষয় আমরা ভিডিও প্রেজেন্টেশন তাঁকে দেখিয়েছিলাম। এসব দেখে তিনি আমাদের কোনো প্রশ্ন করেননি। ’সাতদিনের সেরা