kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০২২ । ২৫ অগ্রহায়ণ ১৪২৯ । ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৪

সংক্ষিপ্ত

৯৩ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক   

২০ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদেশে আরো ৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে আগের ২৪ ঘণ্টার এই ফলাফল জানায়। শনাক্তের হার ৩.৩৭ শতাংশ বলে জানিয়েছে অধিদপ্তর। তবে এদিন কেউ মারা যায়নি।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরো জানা যায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে দুই হাজার ৭৫০টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে দুই হাজার ৭৬৩টি। গত বৃহস্পতিবারের আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৩.৫২ শতাংশ। এদিন একজনের মৃত্যু ও ১৭০ জনের দেহে ভাইরাস শনাক্ত হয়। দেশে এখন পর্যন্ত করোনায় মোট শনাক্তের সংখ্যা ২০ লাখ ৯ হাজার ৬৯৭ জন। আর মৃতের সংখ্যা ২৯ হাজার ৩১৫ জন। সর্বশেষ হাসপাতাল ও বাসায় সুস্থ হয়েছে ২৭৩ জন। এ নিয়ে ১৯ লাখ ৫৩ হাজার ১১১ জন সুস্থ হয়েছে।সাতদিনের সেরা