kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০২২ । ২৫ অগ্রহায়ণ ১৪২৯ । ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৪

‘হাসিনার লোকজনও বিএনপির আন্দোলনে চলে আসবে’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২০ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আন্দোলনের জোয়ার শুরু হয়েছে। নেতাকর্মীদের সাহস দেখতে পাচ্ছি। সমর্থকরাও রাস্তায় নেমে আসছে। সময়ের অপেক্ষা, হাসিনার লোকজনও আন্দোলনে চলে আসবে।

বিজ্ঞাপন

গতকাল শুক্রবার দুপুরে নগরের নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২২ আগস্ট থেকে চট্টগ্রামসহ সারা দেশে বিএনপির ধারাবাহিক আন্দোলন কর্মসূচি সফল করার লক্ষ্যে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। তিনি আরো বলেন, ‘আমাদের কর্মসূচির মূল উদ্দেশ্য সুশৃঙ্খল ও জনসম্পৃক্ত। এ সরকারকে পতন ঘটাতে হলে, জনসম্পৃক্ততাকে কাজে লাগাতে হবে। ’সাতদিনের সেরা