kalerkantho

শনিবার । ১ অক্টোবর ২০২২ । ১৬ আশ্বিন ১৪২৯ ।  ৪ রবিউল আউয়াল ১৪৪৪

পরিকল্পনামন্ত্রী বললেন

আগামী মাস থেকে নিত্যপণ্যের দাম কমবে

সুনামগঞ্জ প্রতিনিধি   

২০ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘আগামী মাস থেকে দেশে নিত্যপণ্যসহ বিভিন্ন পণ্যের দাম কমার সম্ভাবনা আছে।

চাল, ডাল, তেল, লবণসহ নিত্যপণ্যের দাম তরতরিয়ে বেড়েছিল। এখন আর আগের মতো বাড়ছে না। বিশ্ববাজারে এখন এসব জিনিসের দাম নামছে।

বিজ্ঞাপন

তবে এই ঢেউ এসে আমাদের এখানে লাগতে একটু সময় লাগবে। আমার বিশ্বাস, আগামী মাস থেকে দাম কমবে। ’

গতকাল শুক্রবার দুপুরে সুনামগঞ্জে জন্মাষ্টমীর অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন। এ সময় হিন্দু সম্প্রদায়ের লোকজন সংখ্যালঘু সুরক্ষা আইনের দাবি জানালে তিনি বলেন, ‘সংখ্যাগুরু ও সংখ্যালঘু বলতে কিছু নেই। আমরা সবাই বাঙালি এবং এ দেশের নাগরিক। আমরা কোনো আবদ্ধ জনগোষ্ঠী নই। তবে আমরা রাষ্ট্রের জন্য, মানুষের জন্য আইন করব। ’

 সাতদিনের সেরা