kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০২২ । ২৫ অগ্রহায়ণ ১৪২৯ । ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৪

বঙ্গবন্ধুবিষয়ক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনে বক্তারা

বঙ্গবন্ধু সারা জীবন মত প্রকাশের স্বাধীনতার কথা বলেছেন

নিজস্ব প্রতিবেদক   

১৯ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশের সব আন্দোলন-সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকা ছিল অপরিসীম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়াকে গুরুত্ব দিয়ে ‘গণমাধ্যম’ বলে আখ্যায়িত করেছেন, শুধু সংবাদমাধ্যম নয়। বঙ্গবন্ধু সারা জীবন মত প্রকাশের স্বাধীনতার কথা বলেছেন।

বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন নিয়ে দীপ্ত টিভি ও বিএফডিসির উদ্যোগে আয়োজিত ‘গণমাধ্যম ও বঙ্গবন্ধু’ শীর্ষক তিন দিনের আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেছেন।

বিজ্ঞাপন

গতকাল বিএফডিসিতে আয়োজিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহ্মুদ।

বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর মো. নজরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, প্রধান নির্বাহী কর্মকর্তা ফুয়াদ চৌধুরী ও চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন।সাতদিনের সেরা