kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০২২ । ২৩ অগ্রহায়ণ ১৪২৯ । ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৪

কড়াইল বস্তিতে আল আমীন হত্যায় গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক   

১৯ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেরাজধানীর বনানীর কড়াইল বস্তিতে আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে সংঘর্ষের জেরে একজন নিহত হওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বনানী থানায় হওয়া মামলায় গতকাল বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত ওই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার হওয়া তিনজন হলেন মো. মাহবুব আলম (২১), মাসুদ রানা (১৯) ও ইলিয়াস আহমেদ (২২)।

বুধবার কড়াইল বস্তিতে দুই পক্ষের সংঘর্ষে নিহত হন আল আমীন (৩০) নামের একজন।

বিজ্ঞাপন

তাঁকে বাঁচাতে গিয়ে তিন নারীসহ আহত হন আরো ছয়জন। ঘটনার সময় মসজিদের ভেতরে কোপানো হয় আল আমীনের ভাই জুয়েলকে।

বনানী থানার তদন্ত কর্মকর্তা মো. আলমগীর গাজী কালের কণ্ঠকে বলেন, ‘দলীয় কোন্দল থেকে দুই পক্ষের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। এ কারণে সংঘর্ষ বাধে। দলীয় পদ-পদবি বা কমিটি নিয়ে এই সংঘর্ষের সূত্রপাত হতে পারে। ’

আল আমীনের মা হোসপিয়ারা বেগম জানান, আল আমীনের ভাই জুয়েলকে হত্যা করতে চেয়েছিল প্রতিপক্ষ। জুয়েল তখন মসজিদে ছিলেন। ভাইয়ের ওপর হামলা হবে শুনে এগিয়ে যান আল আমীন। এরপর সন্ত্রাসীরা আল আমীনকে কুপিয়ে জখম করে। পরে মসজিদের ভেতরে ঢুকে জুয়েলকেও কোপায়।

তিনি আরো জানান, আল আমীনকে আহত করার পর হাসপাতালে নিতে বাধা দেয় সন্ত্রাসীরা।সাতদিনের সেরা